পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—ভাই গিয়েছিলেম খেতে, মালি হাত চেপে ধরলে। তার মুখে জানলেম— “যদি কোন রকমেতে সেই ফল খায় ঘুরিবে আন্ধেলা হয়ে বাগানে সদাই।’ বাস রে কি বাগানই বানিয়েছে। ‘নাহিক জমিনে বাগ নাহিক আছেমানে বানাইল গোলবাগ সেই তো কামিনে— যাদুতে প্রাচীর চার নির্মাণ করিল। নানা জাতি বৃক্ষ ফল যাত্বতে গড়িল । বাবা বসন্ত বাহার ফুল, শহরে কেন ভারতবর্ষে কোথাও নেই সেখানে দেখলেম ফুটে আছে। সেই ফুল গাছের তলায়। ‘মূর্তি এক দেখি সেথা অতি বদহাল কুঁজা পিঠ মোটা নাক শুকনা কঙ্কাল। পঞ্চম মহলে তোপখান । সেখানে দেখি সব লোহাচূর আর বারুদ নিয়ে বাজিগরেরা তুবড়ি গড়ছে আরও কত কী বাজি । ষষ্ঠ মহলে দেখি যত পালোয়ান আর কুস্তিগির। পালোয়ান পীল নস্ত ছাহেব সর্দার ধুতি এক পরিয়াছে আশি গজ মস্তকে ধরিয়াছে দেড় মণি তাজ তিরিশ মণের এক জিঞ্জির কোমরে বাধিয়া, স্থ হাজার মণের গোর্জ কালে দাবিয়া বিশ মণ ঢাল পিঠে আসেন বসিয়া, উনিশ মণের এক তলোয়ার লইয়া— 8tre