পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার গায়ে কাটা দিয়ে উঠঙ্গ । —‘যেন দশদিন দাড়ি কামাইনি এমনি বোধ হচ্ছে — গালে হাত দিয়ে অবিনই বলে উঠল। আমি পড়ে চললেম— ‘পাও পরে পাও দিয়া বসে যেই জন তার কাছে ভাগ্যদেবী না"যান কখন ? অবিন বলে উঠল –“বাজে কথা। এই তো পায়ের পরে পা দিয়ে এখানে বসে আছি, আগেও ছিলেম ; চ তো এসে গেল তবু। পিড়েতে পায়ের পরে পা রেখে বসে বিয়ে করে গৃহলক্ষ্মীলাভ হয়েছিল, এখনও আসন-পিড়ি হওয়ামাত্র পঞ্চাশ ব্যান্নন না এসে পারে না –সব গাঁজাখুরি ? আমি বললেম –‘সকাল হল, খেউরি হয়ে নিতে পারলে হত ।” ঠিক এই সময় এসে হাজির এক হাজাম কাস্তের মতো অস্তর আর ইস্ত্রাপ নিয়ে ক্ষুরে শান দিতে দিতে, যেন আরব্য উপন্যাসের বক্‌বক্ অজাবকু ইত্যাদি সাত ভাই নাপিতের একজন। সামনে এসেই সে অবিনের ও আমার আধখানা করে মাথার চুল চেঁচে নিয়ে ' তিনবর্ণের ছবিখানার মতো ঝড়ে উড়ে চলে গেল । চায়ের বাটিটানিজের মাথায় টুপি করে বসে আছি,অবিন মাথায় হাত বুলিয়ে বললে –‘ভাইরে, এখন উপায় ? আমার বাকরোধ ! চায়ের রং ফিকে হয়ে ঠিক স্যাড়া মাথার বর্ণ ধরলে আকাশ । ঠিক এই সময় দেখি খাতাঞ্চিমশায় দেড়তে দৌড়তে আসছেন একটা ছিকলের আগায় কুকুরের বকলস টানতে টানতে –কুকুর নেই। গায়ে খিরকা, মাথার কলন্দরী টোপ চটের থলির মতো হাওয়াতে পিঠের পরে লটপট করছে। আমাদের দেখেই থমকে বললেন —‘এই যে তোমরা -এ কী বেশ ? আমি বললেম—আপনার এ কী ? 8వసి