পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোল্লা দো-পেয়াজ বললেন তা জানি, পেয়াজও হতে পারে পয়জারও হতে পারে। বিবি বললেন দেখ না চেষ্টা করে। কিছু না-হওয়ার চেয়ে সে-ও ভাল । 鹼 ২ মোল্লা সকালে কোমর বেঁধে মজলিসে হাজির ৷ দেখেন সবাই .যে যার দাড়ি মোচড়াচ্ছেন আর চুপ করে বসে আছেন। এমন কি যার দাড়ি গোফ কিছুই নেই সেও হাত বোলাচ্ছে শুধু গালের ওপরটাতেই। নাচ গান আমোদ আহলাদ সব বন্ধ ! বাদশা মোল্লার দিকে চাইতেই মোল্লা মস্ত এক সেলাম ঠুকলেন; কিন্তু বাদশার উচ্চবাচ্য নেই। তখন মোল্ল। একেবারে দাড়িয়ে উঠে যে ভাবে ফতোয় দেয় লোকে সেইভাবে স্থর করে গান শুরু করলেন দাড়ি নেড়ে, যথা,— আব, দাড়ি চাপ, দাড়ি, বুলবুল চস্মেদার দাড়ি, কুলপাক্কা এক কঁাচ্চ৷ ওহি দাড়ি সব সে আচ্ছা । বাদশ খুশি হয়ে তালে-তালে ঘাড় নাড়ছেন দেখে দো-পেয়াজা আবার গাইলেন– ' এক দাড়ি মান মনোহর, এক দাড়ি ভবেবা । এক দাড়ি খালিফ ফজিহৎ এক দাড়ি ঠঢ়টো । সদর পাক্কা অন্দর কাচ্চা ওহি ওহি সব সে আচ্ছা । শুনে বাদশ একগাল হেসে ফেললেন, সেই সময় অন্দরেও হাঁসির রোল উঠল পর্দার আড়ালে ! এক সঙ্গে বাদশা বেগম আমির ওমরা এবং কাচ পাকা যে কেউ খুশি হয়ে গেল। মোল্লার আর é ०९