পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিকত্তি পয়স্তি কথা S অস্তি পয়স্তি চরের একফালি সিকত্তি সরু তদুপরি আছে খাড়া একটি গভস্তি তরু । ফল তার নাস্তি —থাকলেও ছোয় না মানুষ কি গরু । সেখানে একটি খুন্দর বস্তি বেঁধেছে ক-ঘর গৃহস্তি । রাস্তা সেখানে একটা অস্তি —দেখা যায় না এমন সরু । বস্তির পশ্চিমে থানা পুকুর ডোবা বললেও হবে না ভুল : পুবেতে বালুচর নাই বাড়িঘর-ছাহারা মরু । রাস্তার বায়ে তাত-শাল, ধ্বসে পড়ছে তার মেটে দেয়াল, র্তাতির নেই খেয়াল —খড়ের চাল যদিও করছে উড় উড় । সে ভাবছে কেবল, সুতে কাটতে পারছে না হাতিপাড় বাধতে তার জরু। ডাহিন হাতে কামার-শাল লোহাকে পিটিয়ে সে করে লাল, গড়ে শাবল, কোদাল, লাঙলের ফাল, খোস্ত খুন্তি-অগুস্তি শুধু নরুনটির ধার বসাতে ঘেমে অস্থির লোহারু। সিকস্তি চরের কুমোর তার ছিল ভারি গুমোর – ঘুরাতে চাকুটি বাড়াতে কুঁজাটি, আসটি —পেট-মোটা, গলাটি সরু । ولا e & 0