পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাখুবি-কদম-বুলি, জেরা কান ধর-কর শুনিয়ে বাৎ আফিল মন্দ। ফির ইস্তাবিল গৌখানা, মিলি নেহি একদানা দেল পছন্দ ॥ টুড় ঢুড় কর চৌরাস্তা, ফির আয়৷ ইহঁাপর খোদাবন্দ, মোদিখানেকে আঁস্তাকুড় পর, মিল গেলে এক দানা— আজবতর মোতি কে সে রং, চাখ, চাটুকার দেখা—ন মটর কলাই, না ভুট্ট না গম । নয়। চিজ একদম্। লিজিয়ে সাহাব, দেখিয়ে ক্যা চিজ, চাহে তে আপ খাইয়ে, নেহি তো বাচ্চোকে খিলাইয়ে হসু লিয়ে মার ম্যয় খায়া বেদম।’ —“মোরগটা খেয়ে ফেললে নাকি দানাট ? —‘কে জানে মশায়, ছচার বার ঠোট খুললে বন্ধ করলে। তারপর ছুট সবাই মিলে একদিকে —ককর কেী শব্দ দিয়ে।’ ‘আরে ওইটের মানে কী তাই বল না।’ —‘আমি কি উদ্‌রু জানি যে বলব ! শব্দটা হল যেন–র্ককর র্কো, হয়ত ঘানিঘরে তিল খেতে যাবার ইশারা করলে |’ —“তোমার যেমন বিদ্যে ’ বলেই খাতাঞ্চিমশায় যখন মোরগ ছিল—খুদিরামের হাত ধরে খালি পায়ে সেইখানে সেই মুচিবাড়ির বিচুটি ঝাড়ের কাছে এসে উপস্থিত। —‘দ্যাখোতে কিছুহাতেঠেকে কি না বিচুটিঝাড়ে হাত প্রবেশ করিয়ে! —‘চুলকোবে যে হাত ? —‘ওহে ডান হাত চুলকোনো মানে লক্ষ্মীলাভ ? • খুদিরামকে বিচুটি হাতড়াতে দিয়ে খাতাঞ্চিমশায় শুেন দৃষ্টি নিয়ে ' রাস্তার ধুলোয় মোরগের পায়ের দশগুলোর উপর নিজের প। বুলোতে থাকলেন । @)● ut we-svరి