পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘খুদিরাম, তোমাকে ঐ পাঠশালার গুরুগিরির জন্তে দরখাস্ত লেখা চাই। নাও কাগজ কলম। খুদিরাম আপত্তি তুললে –আজ্ঞে ব্রাহ্মণের অন্ন—বিষ্ঠে নিয়ে বিচার, জাত নিয়ে বিচার এখানে নয়। তোমার পেটে বিস্তে আছে —নাও লেখ।’ বলেই খাতাঞ্চিমশায় বলে চললেন ইংরজিতে গড়গড় –‘ডিরেকটার পাবলিক ইন্টক্সান ইত্যাদি বরাহবরেষু। লেখাট বার হতে থাকল খুদিরামের কলমে ঐ ভাবে বাংলাতে চর্চড়। দরখাস্ত শেষ হলে খাতাঞ্চিমশায় সেটা বাকুসে বন্ধ করে খুদিরামকে বললেন –একটা নেীকে ঠিক রাখা চাই, উদ্‌ভুটি চরে ভোরেই খোটাগাড়ি করতে যাব।’ বলেই বৈকালিক নিদ্রার আবেশে চক্ষু বুজোলেন খাতাঞ্চিমশায়। খুদিরামও ছুটি পেলে সেদিনের মতো। 離 尊 # উদ্‌ভুটির চরটায় শিল আর বৃষ্টি, খিললি ফুকরায়—এক অনাস্থষ্টি। দাড়কাক ডানা ভারি, খাড়া ভেজে ভাঙা ডালে । বাশপাতার শীত পায় বস্তির একধারে। কাদাখোচা কাদা জলে চলে পা চিপুটি চিপটি। খুদিরাম নৌকোর ছাতে ভূ-পুরু চটের ওয়াটারপ্রািফ মুড়ি দিয়ে —খাতাঞ্চিমশায় নৌকোর মধ্যে ছিটের বালাপোষে অদৃগুপ্রায়। খাতাঞ্চিমশায় বলছেন ছইয়ের ভিতর থেকে খুদিরাম জবাব, দিচ্ছে ছইখানার উপর থেকে। —'খুদিরাম ' —‘আজ্ঞে ? —‘কোন দিকে হাওয়া বইছে ? —‘আজ্ঞে কিছু বোঝা যাচ্ছে না ? —“কিনারায় ধরাও নৌকে, দিকনির্ণয় করা আবশ্যক।” —‘আঙ্গে চতুর্দিকে জল, খ, তো দৃষ্টিগোচর হয় না, লৌকে ধরাই কোথা ? t}షి