পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছইয়ের মধ্যে থেকে ভারি গলায় হুকুম এল –‘খলে আবার লঙ্গর ফেলায় কে ? জলে ফেলাও । ছইয়ের উপরে গুজ-গুজ চলল খানিক –‘ও চাচা মাঝ-দরিয়ায় লঙ্গর করতে বলে, কী উপায় ? —‘আহে দড়া বাধি একখানা ভক্ত তো জলে ফেলাও, বুঝি জলের গতি, দ্যাহাই যাক কী হয় । ঝপাং করে দড়া-বাধা তক্ত জলে পড়ে, তিনবার ঘুরপাক খেয়ে কাটা-গাথা কুমিরের মতো মারলে ডুব । দড়াতে রুড়-কড় টান পড়ল, তারপর নেীকে দেড় পাক ঘুরে তিন হাত আগে একটা জলে-ডোবা বাবলা ঝাড়ে চড়ে বসল। খাতাঞ্চিমশায় পিঠের দিক থেকে একটা ধাক্কা খেয়ে আবার সোজা হয়ে বসে বললেন— ‘ধরল কিসে ? এবারে মাঝি বললে—“আজ্ঞে ইসে ’ নেীকে স্থির হতে খাতাঞ্চিমশায় ছইয়ের মধ্যে থেকে কাছিমের মতো মুখ বার করে বললেন চারিদিক থেকে —‘খুদিরাম, এ যে গাছে চড়িয়ে দিলে । তলার জল নেমে গেলে যে পপাত হব —ডানা তো নাই কাকপক্ষীর মতো ' করিম মাঝি সাহস দিয়ে বললে –‘ডালি বেয়ে নেমে পড়বেন কর্তা s' f খাতাঞ্চিমশায় করিমকে শুধোলেন —‘এভাবে ঝুলে থাকতে হবে কতক্ষণ ? —‘বড়োজোর আজ রাতটা । কাল খোটাগাড়ি করতে চরে উৎরোবেন । —‘আর উৎরে কাজ নেই, সাৎরে না ঘরে যেতে হয় ’ বলেই ডাকলেন —'খুদিরাম ' f খুদিরাম একটা লণ্ঠন হাতে ছইয়ের মধ্যে ঢুকতেই খাতাঞ্চিমশায় वणालन -‘भूनेिब्रांभ, कvांलछेt cयन शब्रम शंब्रभ ८वांथ कब्रहि - দেখ তো ? ( *