পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—তাই তো, এ যে স্পষ্ট জর । —দাও তো একটু গরম চা।” খাতাঞ্চিমশায় চ খেয়ে একটু সুস্থ হলে খুদিরাম বললে –‘এ স্থান ভাল নয় ; এখানে গোর আছে শুনেছি। আর খোটাগাড়িতে কাজ নেই এ শ্মশানে। সংক্রান্তি ঠাকুর বলেছিলেন, এখানে তার পূর্বপুরুষের কে দণ্ডি হয়েছিল —তারই সমাধি আছে।’ ভূতের ভয়ে খাতাঞ্চি টলে না। তোমার মতে বালক তো দেখিনি ? বলে খাতাঞ্চি বাইরে এসে মাঝিকে বললেন –‘দাও একটা বঁাশ, দেখি কত জল ?’ বলেই একটা লগা নিয়ে জলের মধ্যে সাজোরে গেঁথে দিলেন। বাশ টেনে তোলে কার সাধ্য! খোচা পেয়ে একটা কাৎলা মাছ ডিগবাজি খেয়ে নৌকোয় পড়ল । খুদিরান মাছটা চেপে ধরলে । করিম একগাল হেসে বললে –‘কর্তী যা খোটাগাড়ি করেছেন নড়ায় কার সাধ্য, একটা ফেলাগ হলে হত । খাতাঞ্চিমশায় খুদিরামের লাল গামছা বেঁধে দিয়ে বললেন —• ‘খুদিরাম উদ্‌ভুটি চরে তোমাকে আমি নায়েব করলুম। কাল হুকুম লিখে দেব —’ কাল যখন এল তখন খুদিরাম –কালাজরে অঘোর খাতাঞ্চিমশায়কে নিয়ে ছপুলিয়ার কাছারিবাড়ির ঘাটে নেীকে গাল । ●ミ>