পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাড়াশব্দ নেই,ছাগলট ডাকল –‘ব্যে-ব্যা, ব্যে-ব্য, ব্যে এএএl' তিন ডাকের পর গোলাঘরের মধ্যে থেকে শব্দ এল –পাঠ না পাঠি ? শব্দের সঙ্গে সঙ্গে গোলাঘরটার তলা থেকে খানিক ইস্থর-মাটি বরে গিয়ে ছোট্ট একটি ঘুলঘুলি প্রকাশ পেল। সেইটি দিয়ে কুংমশায় মুণ্ডু বার করে হেভি হোতির দিকে চোখ পাকিয়ে বললেন —‘এখানে কেন ? হেতি হোতি বললে –‘এই পাঠাটি নিয়ে আমাদের দুজনকে জ্ঞান-বুদ্ধি দিন ? জ্ঞানকুণ্ডু বললেন —“আচ্ছা।’ যেমন দক্ষিণ দিলা তেমলি বিদ্যা দিব দান হেভি হোতি ছুইজনে শুন ধরি কান— ক খ গ আদি চৌত্রিশ অক্ষর ক ক। অবধি বারো ফলা, সাঙ্গ অতঃপর— গুরুকে প্রণাম ? এইটুকখানি বিষ্ঠে দিয়ে জ্ঞানকুণ্ড হেভি হোতিকে বললেন— ‘তোমরা সামান্ত নহ দুই সহোদর বিদ্যা চোরাতে এলে আমার গোচর । মুখজন বুধজন আলাপ না করে এইটুকু বুঝি এবে যাও স্থানান্তরে।’ এই বলেই কুও মশায় পাঠাটিকে ইহরের গর্ত দিয়ে গোলাঘরের মধ্যে টেনে নিলেন। তার পরেই ঘুলঘুলি বন্ধ। আর কারুর সাড়াশব্দ নেই । 總 হেতি বললে—‘দাদা, পাঠাট ঠকালে |’ (OH