পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাতে গড়াতে ছিল তার কুড়েখানি, দিনে গড়াতে ছিল কালকামুন্দির বনে বাদশাহী ঐ বিছানাটি। উড়ে মালীর কথায় কুড়ের বাদশী জবাব করলে—দখল হয়েছে হোক, বে-দখল হয়নি তো, তবু রক্ষে। যাও, চিতাবাড়ি আর ধীইকিড়ি দুই সর্দারকে নিয়ে ভাল মুখে তাদের গিয়ে বল –‘দখল ছাড় ভাল, নয় তে৷ যুদ্ধ অনিবার্য।’ ' উড়ে মালী কুড়ের বাদশার দুই সর্দারকে নিয়ে চলল বাড়ি ঘোরাতে ঘোরাতে— ‘চিতাবাড়ি ধর্ণইকিড়ি আগবাড়ি সাইকিড়ি ধাইকিড়ি আইকিড়ি ডিঙামাটি ঝিঙাপাড়ি বাইকিড়ি ঝনগিড়ি গুসাই বাড়ি ? বালিকুণ্ডতে আর কালিকুণ্ডতে চিরকালই ঝগড়া কালকামুন্দির বনটি নিয়ে। বালিকুণ্ডর সর্দার বেরিয়েছে দেখে কালিকুণ্ডর তালি পাতের সেপাই তারাও বার হল বুলু-বেলাক কালি মেখে, তালপাতার ঢাল খাড় ঘুরিয়ে রণ রণ, শব্দে – ‘वभ्-वभां-दभ् विभकिष्क्लि দন্তে দিবা ফিটকিড়ি খন্নি খাবা কিড়মিড়ি চিকি সুপারি পানবিড়ি ঢাল তলোয়ার তলপত্র চিড়ি , একদিকে তালপাতা –ওদিকে পাকাটি কাটি। যুদ্ধ বলে –‘আমি আর কোথায় আছি ! যেন হঠাৎ প্রভাতে'মেঘডম্বরে মহা আড়ম্বরে &\obr