পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—“আজ্ঞে কর্তা, আপনি থাকতে আমরা নির্ভয় । লাল মাইতির চিহ্নিত লোক আপনি ; আপনি বললেই— —‘আ হে, আমি এক কতদিক ঠেকাব ? পাচজনে যে আল মাইতিকে চটিয়ে রেখেছে— বেদশাস্ত্র-বিবাদেম কালে গুচ্ছতি ধীমতাম্ ইতরেষাং তু মুখাণাং নিদ্রয়া কলহেন বা ' —‘আজ্ঞে বুঝলাম না তো কর্ত, শোলোকটা ভেঙে কন। —‘কী আর বলি, বুঝে দেখ গে— বছি আছেন লয়ে বেদের টীকে, গরু খুজে মরছে গোবপ্তিকে । গরু হল গুরু পাঠশালার মরচে ধরল লাঙলে চাষার । ভূইমালির ছেলে গেল বিলেতে, শেয়াল-কাটা গজায় বেগুন-ক্ষেতে আল মাইতির কত আর সয় ? রাগে বুঝি এবার করেন প্রলয় । —“তাহলে কর্তা ছুটি মঞ্জুর করেন, দেশে গিয়ে জরু-গরু কাচ্চাবাচ্চাগুলোকে দেখে মরি ? —“আ হে, এ কেমন কথা কও তুমি ? দেশে গেলেই কী আল মাইতির রাগ পড়বে ? তার উদার হস্ত এড়াবার জো নেই। ইচ্ছে করলে তিনি ত্ত্বোমার গরু-জরু মায় দেশটারে এইখানেই টেনে এনে ফেলতে পারেন। আল মাইতির স্মরণ কর, তারাই এসে পড়বে তোমার খবর নিতে এখানে ? —“আজ্ঞে, চারদিক যে জল –আসবে কেমন করে তারা ? Q8ぐ。