পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেখতে শোভা মন লোভা দিচ্ছে আভা মেঘের পারে । গান চলে, মাদল বাজে, রাত বাড়ে, আলোর বাহার ক্রমেই খোলে। আসর জমে ওঠে । " দুই দলে গায়— কও তো মিষ্টি কথা । পাহাড়তলীর এ কোন গায়ের মিষ্টি কথা কও । জানিয়ে দিয়ে যাও এমন কোথা পাও ; মিষ্টি বুলি ও বুলবুলি বলে দিয়ে যাও কমনে তুমি রও ? মিষ্টি লতার— বুলবুলিটি একটি কথা কও ! কত কথা, কত ছবি, শুনতে মিঠে, দেখতে মিষ্টি ! বাড়ি ফেরে কবি ছবি দুজনে রাত করে। এসে দেখে টেবিলে খাবার আছে ঢাকা দেওয়া। খবরী খাওয়া সেরে বসে আছেন গোমসা মুখে আমাদের আসার জুপেক্ষায় । কবি আর ছবি দুজনে ভয়ে ভয়ে। নোট বই পকেটে লুকিয়ে বলেন –খবর কি আজ ? খবরী কাষ্ঠ হাসি হেসে বলেন –তোমাদের খবর কি শুনি ? ૯૯૨