পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরে ডাকে দিনে দুপুরে শুালগুলো । সেইকালে কী হল –বুড়িকে ডাক দিলে স্বপনে এসে তার ছেলে, ‘চলে এস, চলে এস।” শুনল সে কানে-কালা বুড়ি, ছানিপড়া তুচোখ মেলে দেখলে স্পষ্ট —কপুর কাঠের নীেকে বেয়ে আসছে তার ছেলে, প্রচণ্ড তুফানের উপর দিয়ে আসছে কিস্তি, সাদা পাল তুলে, ফুধের ফেনা কেটে কেটে তুলতে তুলতে — তুলতে তুলতে বান এসেছে জলে কত চাদ ভেসেছে । এই দেখতে দেখতে রাতের ঘোর কেটে যেতেই বুড়ি পেলে কপূর্ব বাস হাওয়ার পরশ, শুনলে একটি কথা, 'মা' ! শরীর বুড়ির শীতল হয়ে গেল —মন ঠাণ্ড হল । আরামেব নিশ্বাস ফেলে বুড়ি বলল, ‘এলি বাপ আমার ” শেষ হল বুড়ির দুঃখ ভাবনা সব। ভেসে গেল সেইকালে টুকবি গ্রাম --বানে । 盤Qbア