পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—“তা কেমন করে হয় মামা ! মাতৃআজ্ঞা লঙ্ঘনে পাপ অৰ্শবে । কাত্তিকের মউর আন চাই রাত্রির মধ্যে ।” —“তবে আমি নিরুপায় । শরবন কী এখানে ? সমুদ্র-পারে হল কৈলাস পর্বত, তেরাত্তিরের পথ সেখান থেকে কাত্তিকের জন্মস্থান শরবন—সেখানে হল মউরের আস্তানা । যেতে আসতেই আজকের রাত কাবার হয়ে যাবে ’ —“আমরা যে নিশাচর সেটা ভুললে নাকি মামা ? —‘এই তো বাবা ঝঞ্চাটে ফেললে |’ বলে মামা ছড়া আওড়ান— কৈলাসে কি যেতে আছে শিবরাত্রিতে ভূতের হাতে প্রাণ দিতে ? মউর ধরা সহজ না এড়ায়ে ভূতপ্রেতের কড়াখানা জলার পেত্নীরা সরা জালিয়ে শরবনের ঘাটিতে ? —‘ফুঃ ! বলে রাবণ মামার কথা হেসে উড়িয়ে দিয়ে গমনোদ্যত । —“থাম বাবা থাম, মামার কথা মান— তোমার মাতৃভক্তিতে ধন্যবাদ, রক্ষা কর বাবা রক্ষনাথ । ফেসাদ বাধালে বিশ্বনাথ চটবে— যেও না শিবের পাহাড়ে করতে লুটপাট । বরং দুটো সিন্ধুঘোটক ধরে দাও —রাজার ছেলে চড়ে খুশি হয়ে যাবে ।” রাবণ কোনো কথা মানে না দেখে মাম। আপত্তি তুললেন – ‘মাঝ-পথে যে সমুদুর ' রাবণ খানিক ভেবে বললে—‘দুখান৷ তক্তাতে কলসি বাধা যাক ছ-সার।’ Qや●