পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাবা, এইখানে দাড়িয়ে একবার মেঘগম্ভীর স্বরে গর্জন কর তো দেখি, মউর নাচতে নাচতে এসে যায় কী না ? —“তুমি মামা দাঙ্কুরীর বোল ছাড় । —‘হু রে নীলার মউর, হীরার তোর হীরার চোখে নিশার ঘোর খেলার মউর বর্ণ গউর —কাঠি কাঠি পা ডেকে আয় না কোকড় কোক কোকড়—’ —‘কই মামা, কারুর দেখা নেই যে ? —‘বাবা, কাত্তিকের মউর কাত্তিকের সাড়া চেনে।', —‘মামা, আকাশে ওটা দেখা যায় কী ধুতরে ফুলের মতো ? —কৈলাসের চুড়ো আর কি ? —ঢল না মাম, ওখানে উঠি । —‘রও বাবা, ভাবতে দাও—না, আর যাবার প্রয়োজন নেই।’ —‘কেন মামা ? —“বাবা, দ্রুতগমন নিম্প্রয়োজন । মউরে চড়ে না ষড়ানন – চড়েন বহি ।” —‘বহি কাকে বলে মামা ? —‘জাতিচু্যত ঘোড়ার ডিম—তাই ফুটে ছানা নাব হয় কচিৎ যদি কোনোদিন, পক্ষিছানা তাকেই বলা হয় বহি । প। তেরা কাজেই বলেছেন – তহিঁ বহির বৃথা অন্বেষণ, * চোখ কান থাকতে কর আস্তে আস্তে গমন । শিব শিব বলি শিবরাত্রিতে জোড়হাত জোড়া কাত্তিকে না হয় রাত কাবার। বল ছানাপোনা সদ্যোজাত অকস্মাৎ না করে উৎপাত কেঁদেও করে চিৎকার।' NVම්