পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রতনমালার বিয়ে —'আরে এস এস অবুবাবু, গল্প শুনবে। কিছু এনেছ নাকি ? —ন চাইদাদা, আজ কিছুই পাইমি,- লেবুর লজেঞ্ছস আছে।’ —‘ও আমার চলে না, তুমি রাখ —হাই উঠব-উঠব হলে একট। গালে ফেল । হা, তারপর বলছিলেম কি, চার ভাই —উত্তর ডিহি, দক্ষিণ ডিহি, পূর্ব ডিহি, পশ্চিম ডিহি-চার ডিহির মালিক। রাজা বললেও হয়। মুখে বসবাস করচেন, আপ্তকুটুম, দাসদাসী, লোকলস্কর ঢের। কেয়াতলার কালীবাড়ি, তারই কাছে মস্ত বসতবাড়ি।—সদরবাড়ি, অন্দরবাড়ি, রান্নাবাড়ি, পুজোবাড়ি, এমনি অনেকগুলো ছোটােবড়ে। বা৷৬ধর নিয়ে একটা সাতমহলা ব্যাপার যাকে বলে—বুঝেছ ? —“বুঝেছি, মাসিমার জয়নগরের বাড়ির মতো ' —‘আবে না গে। জয়নগরের বাড়ি বড়ো বড়ে ইট দিয়ে গাথা, সাহেবমিস্ত্রির তোলা ইমারত ; আর সে সাতমহলা বাড়ি পাচ ইঞ্চি ইটের আর কাদাব গাথুনি -পুরু পুরু দেওয়াল, মারলে শাবল দুমড়ে যায়, একখানি ইট খসে না-বুঝলে ? —‘সে-বাড়ি এখনো মাছে ? —“তা কখনো থাকে ? শাবল মারলে ভাঙে না সেবাড়ি ! কালের কবলে পড়ে ভূমিসাৎ হয়ে ইষ্টকস্তৃপে পরিণত হয়েছে, ঝুড়িঝুড়ি সেই ইট কুড়িয়ে কত লোক নতুন দেওয়াল তুলে বসে গেছে ঘরবাড়ি ফেঁদে, বড়োমানুষি করছে --একেই বলে ভাই —যার ধন তার ধন নয়, নেপোয় মারে দই!’ আচ্ছ – চাইদাদা, সেই চার ভাই —তাদের আপনার জনু কী কেউ বেঁচে নেই এখন ? —কেন থাকবে না -এই আমি আছি বসে জলজ্যাস্ত, আর সুন্দরবনের রায়-বাঘিনীর জুড়ি তোমার চাংড়াদিদি –তিনি হাক (\et