পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাইদাদার গল্প —‘উ: কলম্বানেবুর গন্ধ পাচ্ছি যে তুবুচন্দরবাবু! —‘এনেছি, তোমার জন্যে এনেছি একটি, চাইদাদা। —‘বিশ্বাস হয় না, এই নড়ায়ের বাজারে কাগজীনেবুই পাচ্ছেন না তোমার চাংড়াদিদি, আর তুমি কিনা পেলে সাত রাজার ধন একটি মানিক -এ তো দেখিলেও না হয় প্রত্যয় ? —“যদি দেখাই আমি ? —তবে বখশিশ, দেবে।’ -- কী বখসিস আগে বল।’ —‘কী বখশিশ পেলে তুমি খুশি হও?’ —‘একটি গল্প।” –“ভাল তাই সই, নেবু জোগাও, গল্প কই ? —‘এই নাও ’ —‘একী, এ যে অপূর্ব জিনিস —আঃ ! কোথা হতে পেলে অবুচন্দর । —মাসির দেশ থেকে মাসচটক্মশায় এনেছেন ' —ও বুঝেচি, রাখ নেবুট আমার এই গের্দার তলায় লুকিয়ে । তোমার চাংড়াদিদি দেখলে টেনে ফেলে দেবে ? —কেন বেশ তো খোসবো নেবুর ' —'আরে দাদা, তোমার কাছেও বেশ, আমার कीछe বেশ — চাংড়ার কাছে ভারি নোংরা।’ • –এ কেমন কথা ? —‘আ হে অবুবাবু, সে যে কুলীনের মেয়ে ’ —’বুঝলেম না কিছু ’. _({\లసి