পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সে মাসটা গেল ত্রিদোষ কাটাতে। পরের মাসে ঠিক সেই দিনে সেই সময়ে পড়ল জোড়া শকুনি রাজবাড়ির চালে –এমন জোরে যে মটকা কাত, শকুনি দুটোর ও অপঘাত। — এবার কার পালা — বলে রানী দাক্ষায়ণী পিসির দিকে চাইতেই রাজার ছোটো পিসি দাক্ষায়ণী বললেন –পালা যারই হোক, এক পলা তেল ছাও –পুকুরে তিনটে ডুব দিয়ে একবার শুদ্ধ হয়ে আসি । ছোটোপিসি কালিসায়ারে ডুব দিতে সেই যে গেলেন আর ফিরলেন না। কেউ বলে পিসি পেলিয়েছেন, কেউ বলে কুমিরের পেটে গেছেন। জাল টান হল কালিসায়ারে । পিসি না উঠে উঠল জালে একটা রাঘব বোয়াল —মরে দাত ছিরকুটে আছে। খোজ খোজ –পিসি গেল কোথায় ? সন্ধান মিলল গিয়ে পিসির বনগায়ে । সেখানে বসে আছেন রাজার পিসি চানাচুর ভাজার ঠোঙা হাতে –পাশে তার বোষ্টমী মাসি খঞ্জনী বাজিয়ে ধরেচেন গীত – নিপট নিরদয় তোমার দয়াময় বলাও বল কোন গুণে । হয়ে রাজকক্ষ্যে বনবাসী, দাসী হয় রাজমহিষী, – সকলই তোমার কৃপায় ! যারে রাখ পায, সে কী না পায়, যারে না রাখ পায়, বিপদ ঘটাও পায় পায় ; হাসি পায় হে পায়, পায়ে ধরাব দিন মনে হলে ৷ — ওক অর্বুবাবু, হাই তুললে যে ? —‘কী জানি চাইদাদা, তোমার গান শুনে হাসি চাপতে গিয়ে হাই তুলে ফেললুম। ¢ १२