পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাষ্ঠ-বিড়ালের পুথি রাবিশ বুড়ো আফিস যেতে খোচাদিয়ে রাবিশ গাদায়, এক বাণ্ডিল লেখা কাগজ টিল দেখতে পায় । যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই –বলেই বাণ্ডিলট বুড়ে পকেট-জাত করে আফিসের পরে বাড়ি ফিরে পাঠোদ্ধার করে ফেললেন, যথা— কাষ্ঠ বিড়ালের পুথির –না কর অযত্ন । পঠনে ষে ফল শ্রবণে সে ফল কয়েছে বিদ্যারত্ন ॥ অকুল চিন্তাসাগরে রাম মগ্ন আছেন, এমন সময় পৃষ্ঠদেশের তৃণ হতে সীতাদেবীর পালিত কাষ্ঠবিড়াল মুখ বার করে বলছেন —ম! জানকীর সংবাদ কি পিতা ? সংবাদ ভাল, হনুমানের বাক্যে কিছু আশার সঞ্চার হয়েছে। কাষ্ঠ-বিড়াল মিটমিট করে বলেন,তবে আর কিসের চিন্তা ? এই অসাগর সাগর পার হই কিসে তার চিন্তা । এর একটা উপায় ঠাউরে বলতে পার ? —পারি প্রভু। —বল’ তো বৎস । কাষ্ঠ-বিড়াল তখন রামের সামনে কান চুলকে বলছেন – পঞ্চবটীতে থাকতে একদিন গোদাবরীর পার বনে গিয়ে চাটাই পাখী দেখতে কান্না ধরেছিলেম, আপনারা তখন কুটীরে অনুপস্থিত। মা জানকী বললেন, "বাছা কেমন করে যাবে ? ওপার বন আর -আমাদের ঘরের মাঝে যে দুরন্ত গোদাবরী নদী । আজ থাক, কাল ¢ ጳ8