পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলা বনের কলা জয়ন্তী বাগের পুরোনো মালী নালিশ জানালে –‘কলা বাগানে হনুমান পড়েছে ? বাদশাবাবু হুকুম দিলেন –‘গুলতি চালাও, তাতে যদি না হটে তো দোনলা বন্দুক —’ খাতাঞ্চিমশায় কানে হাত দিয়ে বললেন —‘অমন কথা বলতে নাই বাদশাবাবু। একটি রামদাস হত্যার পাপ কোটি ব্রহ্ম হত্যার চেয়ে কোটি গুণ বেশী। তাছাড বন্দুক চালানোর লাইসেন্স কোম্পানি বাহাদুর এই লড়াইয়ের সময় দেবেই না –ভুই পটকার উপরে টেকসে বসেনি, এখন তাই চালাতে হুকুম দাও।” ভূই পটকার শব্দে বাগিচার ভুই কুমড়ো বঁাচে ইত্বরের হাত থেকে চাল কুমড়োও কিছু বঁাচে —কলার কাদি রক্ষে পায় না । বাদশাবাবু কাদো কাদো হয়ে বলেন, —সব কলা খেয়ে যাচ্ছে খাতাঞ্চিমশায় উপায় কর।’ খাতাঞ্চিমশায় বাধা পুকুরের ঘাটে বসে তামুক টানতে টানতে বললেন —‘এক সল্লা আছে, লঙ্কা গাছের ডাল পুড়িয়ে সেই কাটকয়লা দিয়ে বড়ো বড়ো করে দেয়ালের গায়ে রাম নাম লিখে ছাড় তো দেখি কী ফল হয় ।” সোনাতন বুড়ো খাতাঞ্চিমশায়ের পায়ে হাত ঘষছিল শুনে বললে,—‘ওতে ফল হবে না কর্তা ।” - ‘কেন ফল হবে না শুনি ? —‘আর্জে কিত্তিবাস লিখে গেছেন যেখানে রাম নাম সেখানে হনুমান কলা বাগানে উৎপাত বাড়বে বই কমবে না।’ ‘হু’ বলে খাতাঞ্চিমশায় পা ছুখান টেনে নিয়ে খড়মপায়ে ঘাট ¢ ማwይ