পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোমার কথা শোনার আমার সময় নেই –চললেম । বড়োরানীর মন্দিরে –বলেই চাইবুড়ে উঠতে যান আসন ছেড়ে । বাদশাবাবু হেঁকে বললেন –“হয়ে গেল নাকি ? এতেই হনুমান পালাবে ’ —“ত কি হয় বাদশাবাবু ? হনুমান কি সহজে নড়বে —কত কলা সমূলে খেয়ে কদিন ধরে রামদাসীর পুথি শুনে যদি দেশে ফেরে।’ ‘হনুমানের দেশ কোথায় ? ‘মলয় দ্বীপের এক পর্বতে ' —সেখানে তো লড়াই বেধেছে –বোমা পড়ছে।’ —সেই তো ভাবনার কথা বাদশাবাবু। কলা বুঝি আর থাকে না মানুষের হাটে ? চ্যাংড়া বুড়ি শুনে শুনে বলে উঠলেন –‘সে ভয় নেই গো । যতদিন গণেশ আছেন। তার কলা বেীও আছে, কলাও আছে –তোমারও যেমন কথা ।” —‘এ এক কথা তো বুড়ি মা ঠিক বলিলা বলে বুড়ো মালী ਚੋੇ | নমো গণেশায় ইতি প্রথম কলা বলে চাই বুড়ে পাঠ বন্ধ করতেই লুচি ভাজ গো ও কালা ঠাকুর, হাক দিলেন সোনাতন । Qbペ