পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধনের তাপেতে জন্তু হল দুইজন একজন হল গজ, কচ্ছপ অন্ত, জন । ধনের আশা জেগে রইল উভয়ের প্রাণে, গজ কচ্ছপের কথা শুন সাবধানে । • কালে যেখানে ডোবা ছিল সেখানে হল গজগীর সরোবর } যেখানে ছিল বস্তি সেখানে হল হস্তীর জঙ্গল । এমনি – কচ্ছপ হয় ছোটোটা, থাকে সরোবরে, গজ হয় বড়োটা, বনমধ্যে চরে। গজের গর্জনে বনে ফিরিতেছে গজ তোলপাড় কবি জল ফিরিছে কচ্ছপ । কেউ কারু নাগাল পায় না । এদিকে— বিনতানন্দন গড়র উড়ে অন্তরীক্ষে গজ কচ্ছপে খাইবার করিছে প্রতীক্ষে । বছরের পর বছর যায়, গড়রের খাওয়া আর হয় না। লক্ষ্মীপাচাকে মনের দুঃখে থেকে থেকে বলে – "লক্ষ্মী দিদিরে — গোলোকে টেকা ভার হল কল্পতরু নীড়ে । কত বা কাটি তেলোক, পরি নোলোক হরি বলি খেয়ে চাল চি ড়ে। গোস্তাভাবে ঠোট ভেঁাতা পালক কট কাটছে কীড়ে । (br\ు