পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিদি কি করি – পেটের জ্বালায় য়াচ্ছি মরি, গলার নলি হল জিজ্জিরে।’ পেচা বলে, তাহ তাই তো দাদা, তুকুনির জাত, মাংস না পেলে হবে নিপাত গডড়ের বংশ । ,সঙ্গীঘরে চল, ইছর ধরে খাবে আম ংস। ইছরের নামে গডুর নাক সিটকায । এইভাবে দিন যায় গড় রের আহারের সন্ধানে, এমন সময় – জলেতে কচ্ছপ আছে যেই সরোবরে দৈবযোগে গজ গেল জল খাইবারে। প্রথম রৌদ্রেতে গজ তৃষ্ণায় বিকল সরোবর দেখিয়ে শুণ্ডে তোলে জল । গজ দেখে কচ্ছপের পড়ে গেল মনে শুও কামড়িয়া পবিল সেইক্ষণে । গজ টানে বনেতে কচ্ছপ টানে পানি — গজ আর কচ্ছপ উভয়ে টানাটানি । গড়ুর শুনছে গজ কছুপে ঝগড হচ্ছে— ‘আরে পাক রে পাক, ছেড়ে দে নাগ।’ ‘বারকর কচ্ছপের দেড় কোটি এক লাখ । ‘ভাই তুণ্ডে নাই গজমোতি শুণ্ডে কাদা জল ছেড়ে দে তৃষ্ণাতে আমি হয়েছি বিকল । ‘না ছাডে কাছিমের কামড়, মেঘ গড়গড় দিক তো ডাক’ ‘হারে পাক রে পাক ছেডে দে নাক।’ ‘বারাক আগে দেড় কে “টি সাত লাখ ? ‘রোস তো বসাই গজর্দাত — গামলা পেট করি ফঁাক’ άb-"