পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উছম্বর যজ্ঞডুমুর গাছ হয়ে গা ঢাকা মুহু মুহু গলা সাধে যেন কোকিলের ডাকা-কুহু । শিষ ধরে আর’এক শিষ্য দোয়েল পাখির চুহু চুহু পদ্মপাতার গীত কথা আঁচড়ায় কেউ কেউ উদাম হাওয়াময় মেশায় নিঃশ্বাস 'আর কেউ বাধে ছড়া – রেখে যাজ্ঞ-বন্ধ পড়া —জুহতি আর জুহু ! বিশ্বামিত্র বুড়ে। গৰ্গমুনিকে তাপস বালকদের দেখা শোনার ভার দিয়েছেন । তিনি নিজের ধ্যান ধারণা নিয়েই ব্যস্ত । ছেলে পড়াবার সময় খুব কম। এক একদিন গৰ্গমুনি হঠাৎ এসে ছাত্রদের শুধান –পড়াশুনা কেমন হচ্ছে ? উচ্চুম্বর কমণ্ডল বলে ওঠে —“করছি ? —“আচ্ছা শুনি তো একটু ? —অমনি একযোগে সবাই আওড়াতে থাকে —‘কুরাৎ নিকটচ্চৈব টম্মুখাৎ সম্মুখাৎ বিমুখাচ্চৈব কটাক্ষাৎ ॥ গৰ্গমুনি বলেন –“ভাল ভাল ? পঞ্চকন্যার আর গুরু শিষ্যে পাঁচজনায় এই তো চলেছে নাট, এমন সময় বিশ্বামিত্র আশ্রমে ফিরলেন, গর্গমুনিকে ডেকে শুধোলেন —“আশ্রমের মঙ্গল তো? গর্গ বললেন –‘না দাদা, উপদেবতার উৎপাত শুরু হয়েছে।’ —‘সে কেমন ? গর্গ উত্তর করলেন – "শোনো দাদা, বলি – তপোবনে কোকিল কে, যজ্ঞডুমুর গাছের আগে কুহুস্বরে মুহু মুহু প্রাতঃ সন্ধ্যায় ধ্যান ভাঙ্গে ! &ఫి(t