পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্র অস্তে ষায় শুকতারা করে মিটি মিটি কোয়েল থামে তো দোয়েল ধরে কানের কাছে শিটি খিটিমিটিতে ধ্যানধারণা নিদিধ্যাসনে বালকগণের মন ন লাগে ।” বিশ্বামিত্র বলেন –-পৌষমাসে কোকিল ডাকে কে জানিত আগে ? g —তাই তো বলছি দাদা, এসব উপদেবতার কাজ কি হয় কী জানি, এর উপরে যদি অপদেবতারা লাগে।’ —‘পাগলের মতো বোকো না, চল আশ্রমটা পরিদর্শন করে আসি ’ বলে গর্গকে সঙ্গে নিয়ে গাধিনন্দন বিশ্বামিত্র ঘুরে দেখতে চললেন দাগু হাতে । উচ্চুম্বর সবে ডুমুর গাছে গা ঢাকা হয়ে কুহু দিতে যাবে – তাড়াতাড়ি কমণ্ডল ছুটে এসে বললে –‘দাদা নেমে পড়। মহামুনি আসছেন।” বলতে বলতে মহামুনি বিশ্বামিত্র গাছতলে এসে হাকলেন – উল্লম্বর, হচ্ছে কী ও !’ আর সাড়াশব্দ নেই। ডুমুরের আগডাল ভেঙে টপ করে উদ্ধস্বর পাকা ফলটির মতো মাটিতে পপাত ! গৰ্গমুনি –‘আহ। লাগল নাকি? —বলে কাছে যেতেই দে দৌড় উচ্চুম্বর ! ডুমুরের ফলগুলো কুড়িয়ে গর্গ ঝুলির মধ্যে রেখে ধরলেন মহামুনির সঙ্গ । গৰ্গমুনির পুত্র গর্গর উচ্চুম্বরের কাছে শুনলেন মহামুনি বেরিয়েছেন। সে পর্কটি গাছের তলায় কবিতা লেখা ফেলে পলায়ন। বিশ্বামিত্র পড়লেন – ८कांकिएल नम छ्क्कॉटद्र ভ্রমরে তথা গুঞ্জারে অনিল এলে তাঁর মারে — ৫৯৬