পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বামিত্র খানিক গুম হয়ে ধ্যানস্ত থেকে মাটিতে চেয়ে বললেন – এসব তো হরিণের খুরের দাগ বোধ হচ্ছে না। যেন পাচ আণ্ডলের ছাপ দেখা যায় ? —“আজ্ঞে তা হলে বানর কি বানরী হবে ।’ । * গর্গ বলে উঠলেন –নি গো না, এ সব অপদেবতা, অপসরী, কিন্নরী —তারা কেউ মায়া মৃগী কেউ কাল বিহঙ্গী হয়ে আসা যাওয়া শুরু করেছেন । ইন্দ্রের আদেশে আমাদের তপোভঙ্গ করে আশ্রমটি নষ্ট করবেই করবে দেখে নিও ! t বিশ্বামিত্র শিষ্যদের ডেকে বললেন –‘গাছে গাছে মন্ত্রঃপুত লতাবন্ধন লাগাও । দেখি কী করেন সহস্ৰলোচন !' ডাল ভাঙে, পুষ্প পাড়ে কর চাই নিবারণ, আইলে লাগিবে কালিলতার বন্ধন । মন্ত্রঃপুত কালিলতার বন্ধন গাছে গাছে, আশে পাশে লাগিয়ে চলল ছাত্রেরা, বিশ্বামিত্র গর্গকে বললেন –‘চল নিশ্চিন্তে এবারে জপে তপে দিবে মন ।” গুরুরা গেলেন"; ছাত্রেরা বলাবলি করতে করতে গেল— ‘গুরুই জানে পঞ্চকন্যা তারা থাকে বনে পেল না সংবাদ, অস্ত না যেতে চাদ– আসিবে পাচজনে ফঁাসিতে পড়িবে অথবা মরিবে উদ্বন্ধনে গুরুতর ব্যাপার উপস্থিত এক্ষণে । সে রাত্রে কারো নেই ঘুম । কান পেতে শুনছে পায়ের নূপুর বাজছে কিনা ঝুম ঝুম । শেয়াল প্রথম প্রহর হেঁকে গেল, দ্বিতীয় প্রহর হেঁকে গেল –গৰ্গমুনির নাকডাকা থামল তৃতীয় প্রহরে । (tఫిr