পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেখিলাম পঞ্চকন্যা বান্ধা তরুতলে হরিশ্চন্দ্র বৃক্ষ কর বার বার বলে। লতার বন্ধন তাদের করিতে স্পর্শন, মুক্ত হয়ে স্বর্গপথে গেল পঞ্চজন – আশ্চর্য দেখিয়া এলাম অযোধ্য ভবন ? গৰ্গমুনি বললেন –‘ঠিক বলছে ? না, পঞ্চকন্যাকে নিজের অন্তঃপুরে এনে বন্ধ করেছ ? রাজা বললেন – দান পুণ্য করি আমি তুমি যে ব্রাহ্মণ মিথ্যা না.বলিব প্রভু, সত্য এ ঘটন। উচ্চুম্বরের কানে কানে কমণ্ডল বললে –‘তাহলে আর উপায় নেই দাদা, একেবারে হাতছাড়া হয়েছে।’ উল্লম্বর শুধু একটা দীর্ঘনিঃশ্বাস ফেললে । বিশ্বামিত্র অগ্নিতে ঘৃতাহুতি পেয়ে যেন আরো জ্বলে উঠে রাজার দিকে দাণ্ডা তুলে বললেন – ‘আমি যারে বান্ধি তারে মুক্ত করে কোন ধন রাজ্যনাশ অনিবাৰ্ম সংশয় জীবন ? বশিষ্ঠ মুনি ছিলেন কাছে, বললেন –‘আহা চট কেন ? কন্যার চেয়েছে মুক্তিদান – রাজধর্ম পালন করেছে রাজা পুণ্যবান।' ‘দান পুণ্য করেছেন রাজা ! দান পুণ্য করেছেন বটে ! ভাল কথা -- কত বড়ো দাতা তুমি বুঝিব এখন, আমারে কিঞ্চিৎ দান দেহ ত রাজন। \ჯ) o ა