পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বশিষ্ঠ চোখ টিপছেন —রাজ দেখেও দেখেন না, আনন্দের সঙ্গে বললেন -- 'চাহ কি দান –এখনি তা দিব দান ধন চাহ ধন দিব, জন চাহ জন দিব নানা দানে গোঁসাই বাড়াব তব মান ? বিশ্বামিত্র বললেন —‘আমিও রাজা ছিলেম এককালে । রাজাদের মুখের কথায় আমার বিশ্বাস খুব কম — দান দিবে যদি করিয়াছ মন, অগ্রেতে করহ রাজা ত্রিসত্য বন্ধন।' সরল প্রাণ রাজা হরিশ্চন্দ্র সত্যবদ্ধ হলেন – ভূপতি করিল সত্য না জানিয়া ছন্দ না বুঝিয়া ফাদে যেন মৃগ হৈল বন্ধ —মুনি মহারাজ, বলেন কী চাই ? বিশ্বামিত্র বললেন – “দেবতার সাক্ষী মহারাজ সত্যই যদি দিবে দান ভেবেছ অন্তরে এইক্ষণে পৃথিবী দান করহ আমারে।’ রাজা ফুলটুঙ্গীর তিন খামচা কেঁচো মাটি, ইছর মাটি আর সার মাটি মুনিরাজের হাতে তুলে দিতে বিশ্বামিত্র ‘স্বস্তি,স্বস্তি’ বলে মাটি হাতে করে বললেন – -- ‘তুমি দিলে দান, পাইলাম আমি দানের দক্ষিণ সোনা দাও আনি । ' چ ه وت