পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হঠাৎ বিশ্বামিত্র কচুরি গলি থেকে বেরিয়ে দুই হাতে পথ আগলে বললেন —‘কই রাজা আমার দক্ষিণ ? · দেখতে দেখতে ভিড় জমে গেল পাণ্ডার আর গুণ্ডার। তখন রাজা বললেন – ‘শৈব্যা কি দাও মন্ত্রণ ? কি দিয়া শুধিব আমি বিশ্বামিত্রের সোনা ? ‘শৈব্য বলেন, প্রভু নিবেদি তোমারে আমারে বিক্রয় কর হাটের মাঝারে । ঋণশেষ অগ্নিশেষ কভু রাখা নয়। দাসী হাটে লয়ে মোরে করহ বিক্রয় !" রাজা বললেন – ‘মুনিবর না করিব ঘৃণা স্ত্রীপুত্র বেচিয়া তোমার শুধিব দক্ষিণ ? রাজা হাটের মধ্যে চলে গেলেন। বিশ্বামিত্র ছাগল দাড়ি মোচড়াতে মোচড়াতে বিশ্বনাথের দর্শনে ভিড় ঠেলে আগালেন। কাশীর কেদারঘাটে দাসীর হাট, সেখানে লোকে লোকারণ্য, দালাল হাকছে । এক দাসীকে দেখিয়ে – ‘এ, দেখেন দেখেন, স্বল্পমূল্যের পণ্য দাসীটি চিন্তাজ্বরে সদা থাকে রুগ্ন ? কেউ কেনে না দেখে বষ্ঠিবুড়ো পাচপণে দাসীটা কিনে নিয়ে বললেন, ‘ক্যা চিন্তা ! চিন্তাজরে যখন রুগ্ন তখন আমার চিন্তামণি বটিকা খাওয়ালেই জর হয়ে যাবে মগ্ন ? % ہوا