পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা বললেন ‘বিশালকুলসম্ভব। এই আমার স্ত্রী —এরে দাসীরূপে করেন গ্রহণ । ব্রাহ্মণ বললেন – “ভাল, ভাল,করি তো শ্রবণ, দাসীর লাগি কত চাহ পণ ? রাজা বললেন – ‘নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা 级 —এ দাসীর মূল্য চারি কোটি সোনা। পোদারের দোকান থেকে ওজন করে সোনা দিয়ে রানী শৈব্যাকে কিনে নিয়ে দাসী হাট থেকে বাড়িমুখো যেতে চান ব্রাহ্মণ —রুহীদাস ধরল ‘মা’ বলে আঁচল ছাড়তে চায় না। —‘আরে কোথাকার বালক ! যা নে ছটাে পয়সা মুড়ি খা গা! রুহীদাস অঁাচল ছাড়ে না । অঞ্চল ধরিয়া পুত্র যায় গড়াগড়ি ছাড় ছাড় বলি বুড়া ঠোকে নড়ি । শৈব্যা বলে –গোসাই, করি নিবেদন বিনা পণে কিনে লও আমার নন্দন । ব্রাহ্মণ তখন চটেছে – আরে বাপু আমি তো নয় বাতুল, ছেলেট যে খাবে এতগুলি তণ্ডুল وا ووا