পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উল্লম্বর কমণ্ডল এরা সব বলাবলি করে – ‘ভাই রে, কোথা দুগ্ধ খেয়ে মুখ নিদ্রা করিব সেবন তা তো হল না –ভেবেছিলেম যেমন । ভাই, ছিল সাধ আস্তরে, ফলার খাব প্রজার ঘরে ঘরে খালি উদরে হাত বুলাই বৃদ্ধাঙ্গুষ্ঠ করি লেহন । হা দগ্ধ অদৃষ্ট পুরায় না অভীষ্ট দিয়ে পাচ রকম মিষ্ট । —বিফলে করেছি বসে অনশন । কস্তান্তঃপুরে দু-পাচটা কন্যাও নাই। কে রাধবে পাচ তরকারি –পাত পাড়ি পাড়ি পাচ ভায়ে খাই । চল ফিরে যাই তপোবন, রাজভোগ লাগাতে এসে সুবিধা হল না তেমন ।” গগরী বললে – ‘চোপ, চোপ –গুরু শুনলে করবে কোপ যাবে একুল ও কুল তখন —যা করেন বিশ্বামিত্র তপোধন বলে সবাই চুপ করে থাকে। ঋষিই হোন,আর রাজাই হোন সাত সাত কোটি সোনার শোক ভোলা শক্ত। এদিকে রাজভাণ্ডার শূন্তপ্রায়। —কী করা যায়। বিশ্বামিত্র বশিষ্ঠকে লিখলেন –তোমার আশ্রমের কাছে ডাকাতরা ৬১২