পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার সাত কোটি সোনা লুটেছে তার ক্ষতিপূরণ তোমাকে করতে হবে । নয় তো যুদ্ধং দেহি ? বশিষ্ঠ লিখলেন – “কোথাকার চোর কে ধরে খোলা কুেটে বামুন'মরে ? বিশ্বামিত্র তেলে-বেগুনে জ্বলে উঠলেন —‘কী আমি খোলাকাটা বামুন। রাজ নই।’ সাজরে সাজ রব পড়ে গেল অযোধ্যায়। চতুরঙ্গে বসে বিশ্বামিত্র বশিষ্ঠের সঙ্গে লড়াই দিতে চলে। সঙ্গে তার শতপুত্র উছম্বর কমণ্ডল প্রভৃতি —তুলেভির জামাজোড়া পরে, মস্ত মস্ত শিরস্ত্রাণ, উষ্ণীষ মাথায় জড়িয়ে ঘোড়ায় চড়ে বীরদৰ্পে মেদিনী কম্পমান করে। বরুণার তীরে বশিষ্ঠ মুনির শবলী গাই চরছিল। বিশ্বামিত্র আশ্রম খেরাও করতে সে ভয় পেয়ে বশিষ্ঠের গোহালে ঢুকে র্কাপতে থাকল। বশিষ্ঠ তার কপালে হাত বুলিয়ে বললেন –‘ভয় মেই শবলে, কোন রাজা এসেছেন, কেন, দেখা যাক ? দেখলেন ‘রণং দেহি রণং দেহি করে বিশ্বামিত্র হাকছেন। বশিষ্ঠ দাণ্ডাহাতে এগিয়ে বললেন –‘ওহে রণং দেহি কি ? আমি গরীব ব্রাহ্মণ রণকৌশল তো জানি না। যদি ক্ষুধা পেয়ে থাকে তো বল, এই শবলার কৃপায় তোমাদের সকলকে চব্য চোষ্য লেহ পেয় ভোজন করিয়ে ছেড়ে দিই।’ বিশ্বামিত্র বললে –‘সাত কোটি সোনা আগে • বার কর । নয় তো এই আশ্রম যুদ্ধ তোমাকে নদী জলে ভাসিয়ে দিয়ে যাব। তুমি দুধের ছেলে নই —দুধ খেতে আসিনি তোমার শবলার। ছেলেতে ছেলেতে কথা কথায় কথায় হাসি বুড়োতে বুড়োতে কথা, কথায় কথায় কাশি । פיצט\