পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলতে বলতে চলে গেল সবাই অযোধ্যার মুখে স্বশরীরে স্বর্গ যাত্রার লোভে । .॥ অর্থ হরিশ্চন্দ্রের স্বৰ্গযাত্রা ॥ বিশ্বামিত্র সহায় হরিশ্চন্দ্র রায় পুত্রে রাজ্য দিয়া আগান আকামা যানে স্বর্গলোক পানে স্বশরীরে স্বকুটুম্ব নিয়া । কালু হাড়ি চলে সাথে চলে শূকরের পাল বুড়ি মাথে হাড়িনী চলে — লয়ে কুকুৰ কুকুট পোষা বিড়াল । শ্মশানে শৃগাল পালে পাল চলে শুচি অশুচি ইতর ভদ্র মিশালে চলেছে বিশাল স্বৰ্গপথ জড়িয়া । কৃপণ চলেছে বেঁধে গুপ্তধন কোর্তার ভঁাজে সিয়াইয়া দাতাও চলেছে, ফতুর যেন হাটে ---ছিন্ন ক স্থা কাধে । চলেছে চোর, চলেছে ছ্যাচোড় ভাল মানুষ, তাদোড় গুণ্ড পাণ্ড৷ গোজেল মাতাল এক জোটে বিশাল কোলাহলে দিক ভরিয়া । স্বর্গে ভাসছে ছত্রিশ জাত ভেবে অস্থির, ত্রিদশনাথ দেবলোকের জাতঃপাত স্মরিয়ে । ৬২৫ wo. o.-8°