পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাশ হয় বুঝি স্বর্গের শুদ্ধি ভেবে হতবুদ্ধি বুদ্ধ বৃহস্পতি গ্রহপতিগণ কেবলি ডাকেন –‘বিপদে মধুসূদন বলিয়। — ‘হে গোবিন্দ বিশ্বকাৰ্বন্দের শুনিয়ে কুকু নিশ্বন. বিশ্বগন্ধার গন্ধ নাসারন্ধ্র করে যে আক্রমণ । ভ্রাণ দোষে দূষিত হতেছেন পবন — কত আর থাকা যায় না নাসাপথ করে আচ্ছাদন ? বায়ু না হলে আয়ু ফুরায় – নিকট শমন —আমাদের প্রাণ যায় স্বগের জাত যায় নন্দন বনে হাড়িগণ বুঝি বা শূকর চড়ায় । মেষ পাত্রে মুখ বুঝি দেয় বিশ্বের কক্রে দেবালয়ে ঢুকে বুঝিব।। পালিত কুকুট খেয়ে শক্ত, স্বর্গ নষ্ট করে বুঝি হরিশ্চন্দ্রের গণ ত্বরিতে আসি রক্ষণ কর বিপত্তে মধুসূদন । দেবগণের বিপদ বুঝিয়া অস্তরে দেব গদাধর কহেন নারদ মুনিবরৈ । স্বর্গ নষ্ট করে হরিশচন্দ্রের গণ, দেবলোক রক্ষণ কর গিয়া তপোধন । এত শুনি টেকি বাহন চলেছে সত্বর দূর হতে দেখে বলে কমণ্ডল উইম্বর – ভাই দেখ উড়ে আসছে অপসর না কিন্নর । এইবারে পঞ্চকন্ত পড়িবে নজর দেখ তো হে ভাল করে বল্কল গর্গর و جوی