পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোড়ে আলাপ হয় প্রথমে আমাদের। খালি সময়টুকু মনে পড়ল । এক রোজ চার ঘড়ি বাকি সমি হইতে সেই সময় কজনে দেখা-দেখি চেনা-পরিচয় হয়েছিল। আমি তখন ঠোঙায় করে জিবেগজা এনে দুজনকে খেতে দিয়ে বললেম —তবে এবার আগমন কোথা থেকে ? . ছেলাম বাবা বললেন —আমি ঘরেই ছেলাম । কহবতী বললেন –আমি সরস্বতীতে ডুব দিয়ে কথামালার দেশটা একবার ঘুরে এলাম। আমি বললেম —আমি খালি বসে-বসে ভাবছেলাম কোথাকে যাইমু, কাহারে কইমু, কে মোর জানিবে ব্যাদন । কহবর্তী বলে উঠল —ময়নামতীর যাত্রার গান, তারি এক ছত্তর, এ পেলে কোথায় ? আমি গম্ভীর হয়ে বললেম —ময়মনসিংহ । কহবতী তলপি কাধে দাড়িয়ে বললে –চললেম । —আরে যাও কোথায়, বসে । কহবতী বললে –বাকি ক’ ছওর কথা সংগ্রহ করতে। বলেই সে গেয়ে উঠল — সময় তো থাকবে না থাকবে না কথা রবে শুধু কথাই রবে ভাল কিম্বা মন্দ বলি জগতে ঘোষণা রবে মুখের কথা মনের কথায় সুখ তুখের মিনি সুতে । এতে ওতে গাথাই রবে । কথামালাটা ফেলে চলে গেল কহবতী। ছেলাম বাবা জীবেগজার শাল-পাত্তের ঠোঙাটা টুপি করে মাথায় দিয়ে সেলাম ঠুকে চম্পট দিলে । আমি কথামালাটা নেড়েচেড়ে দেখতে থাকলেম । বিদ্যাসাগরের কথামালার মতে প্রেসে ছাপা বই নয়। হাতের ఆలిన