পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘১৬ । দাড়ি নেই, গোফ একটু একটু শুয়োপোকার মতো দেখতে। হাতে মন-মনুয়ার খাচী, মাথায় বগের পালক দেওয়া জররি তাজ, পরনে মখমলের কোট-পেণ্টলেন, বুকে চার পাঁচটা মেডেল –ঠিক যাত্রার দলের যুবরাজট। একী কাওঁ ভাবছি, এমন সময় দেখি কহবতী আর ছেলাম-বাবা হইজনে প্রবেশ করলে, একজন হুবহু যাত্রার মন্ত্রিবর, আর একজন গালপাট্টাধারী কোটাল ! ছবিটা দেখতে দেখতে মিলিয়ে গেল। অন্ধকারে টুং-টাং করে আর্গিন বাজতে চলল, সুরে গেয়ে যেন কে বলছে – ( গীত ) পার কি না পার চিনিতে ওহে চিনিতে চেনা জনে চিস্তে হায় এ কি বিপরীত এ মুগ্ধ রইলে দুগ্ধ চিনিতে — —যেন স্বপ্নের মতো মনে পড়ে গেল নিজের কোনো কালের চেহারাখানা, কিন্তু কোন বাজত্বের যে যুবরাজ ছিলেম কিছুতে মনে এল না থিয়েটারেও তে সাজিনি কোনোদিন যুবরাজ ? ভাড় সেজেই ভাড়ামো করে এসেছি চিরকাল, বড়ো স মস্তেয় পড়ে ভাবছি, এমন সময় তারা-বুড়ি আবাব দেখা দিয়ে গোয় উঠল – {ੋਣ ) ও হে ও প্রবাসী কোন আকাশে তাররি দেশে করবে প্রবাস দূরে ভ্রমিবার কিবা প্রয়োজন আছে দু-নয়ন তারা অ, ‘নার পাশ । তারা-বুড়ি চলে যেতেই দেখি বাত পুইয়ে গেছে।