পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এক-পাশে পঞ্চাশ বৎসরের সর্দার গোরা, আর একপাশে বারো বৎসরের বালক বাদল— দুজনেই ঘোড়ায় চড়ে। পদ্মিনী আর তার সহচরীদের থাকবার জন্তে বাদশা প্রায় তাধ ক্রোশ জুড়ে কানাত ফেলেছিলেন । একে-একে যখন সেই সাতশে পালকি কানাতের ভিতর পৌছল, তখন গোর বাদশার হুজুরে খবর জানালেন, 'শাহেনশা, রানীজী উপস্থিত ; এখন তিনি একলার ভীমসিংহের সঙ্গে দেখা করতে চান— বাদশাহের বেগম হলে তাণর তো তুজনে দেখ। হবে না ? বাদশা বললেন, পদ্মিনী যখন রানাকে দেখতে চেয়েছেন, তখন আর কথা কী ! আমি আধঘণ্ট সময় দিলেম, তার বেশি রান। যেন পদ্মিনীর কাছে না থাকেন ' গোব। তথাস্তু বলে বিদায় হলেন । আল্লাউদ্দীন একলা বসে দেখতে লাগলেন— এক, তুষ্ট কলে প্রায় সাতশো পালকি, কানাতেব ভিতব থেকে রেবিয়ে, চিতে বেব মৃখে চলে গো ; সঙ্গে ঘোড়ায় চড়ে বাবে হংসবের বাদল । বাদশ। একজন ওমরাহকে জিজ্ঞাস। কবলেন, এ সব পালকিতে কবি। যায় ? শুনলেন, চিতোর থেকে যে-সকল বড়ে ঘরেব রাজপুতনী রানীকে বিদায় দিতে এসেছিলেন, ত'ত ফিরে গেলেন । বাদশ; জিজ্ঞাসা করলেন, ‘ভীমসিংহ কোথায় ? উস্তব হল, ‘তান্বে আছেন ' আল্লাউদ্দীন শিবিরের এককে ণে বালিব ঘড়ির দিকে চেয়ে দেখলেন, আধ ঘণ্টা হয়ে গেছে । এইবার পদ্মিনীর স চ দেখা হবে । বাদশ সাজগোজ করবাব জন্য অন্স এক শিবিবে উঠে গেলেন । সেখানে আতর গোলাপ, হীরে-জহরতের ছড়াছড়ি— কোথাও সোনাম আতরদানে হাজুরি-টাক ভরি গোলাপী আতর, কোথাও মুক্তোর তাজ, পান্নার শিরপ্যাচ, কোটো-ভবা-মানিকেব আংটি, আলনায় সাজানো কিংখাবেব জামাজোড়া, রেশমী রুমাল, জরির লপেটা ৷ বাদশা যতক্ষণ কিংখাবের জাম।.জাড়া, জরির লপেটা পরে లీ ७५, २-t>