পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মকুল খানিক চুপ করে বললে, দাই-মা বাঘটা দেখতে কেমন ? আমি তো বাঘ দেখিনি, তাকে চিনতে পারব তো ? ঠিক চিনতে পারবে, নয়তো আমি চিনিয়ে দেব। তোমার ওই মাড়োয়ারী দাদামশায়ের মতে তার পেটটা মোট তার ঠিক এমনি খোচা-খোচা দাড়ি-গোফও আছে।’ তার পরদিন সকালে যখন দাক্ট মকুলকে সাজ পরিয়ে রাজসভায় তার বুড়ে। দাদার কাছে দিতে গেল তখন রণমল্ল পাকা গোফে চাড়া দিয়ে চোখ পাকিয়ে তার দিকে চেয়ে বললেন, ‘দাই, বাঘ ধরবার ফাদ তৈরি করতে সময় লাগবে, সেজন্যে তাজ থেকে তোমায় ছুটি দিলেম । আমার দেশের এক ভালো দাই সে-ই রানীর কাজ করবে, তুমি বসে-বসে ফঁাদ বঁধে গিয়ে জঙ্গলে । দাই যে হুকুম বলে খুব একটা বড়ে সেলাম বণমল্লকে দিয়ে মকুলকে বললে, “রানাসাহেব, বাঘটাকে চিনে বেখ -– ঠিক তোমার বুড়ে দাদার মতে গোফ-দাড়ি ওমনি মোট। পেট তার বড়ে-বড়ে দাত । সভাসুদ্ধ লোক মুখ টিপে হাসতে লাগল। মকুল তুই চোখে একট। ভয় নিয়ে রণমল্পের দিকে চেয়ে এক দৌড়ে দাইয়েব কোলে গিয়ে উঠল । দাই তাব মুখে চুমু খেয়ে বললে, বেটা ডরো মাৎ, সেরকে দেখ ভগিন কভি নেহি, ম র লোয়ার কী চোট, কাট্ লে শির ” সভাস্বদ্ধ লোকের মুখে হাসি চাপা থাকে না দেখে রণমল্ল কথাটা চাপা দেবার জন্তে তাড়াতাড়ি একটা কাঠ হাসি হেসে দইয়ের পিঠ চাপড়ে তার হাতে এক জোড়া সোনার বাল দিয়ে বললেন, ‘ভালোভালে, আমি খুব খুশি হলেম, এমনি করে মকুলক সাহস দিয়ে এখন থেকে বাঘ শিকাবে মজবং করে তোল ; আজ থেকে তোমার তলব আরো দশ-তনখ। বাড়িয়ে দেওয়া গেল, মকুলজী বড়ো হওয়া পর্যন্ত তুমিই তার তদারক করবে ? সভাম্বুদ্ধ লোক বুঝলে রণমল্লকে যদি কেউ জব্দ করতে পারে তবে সে দাই, আর রাজবাড়িতে তার মতো মকুলের বন্ধুও আর কেউ নেই। মেবারের সমস্ত রাজপুত সর্দার, যারা রানীর খাতিরে 9\ෂම්