পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চামচিকে চিক্‌ করে মাটিতে পড়েছে আর অমনি সব ইকড়ি-মিকড়ি গিয়ে তাকে ধরে ফেলেছে ! অমনি হারুন্দে ডাকছে— ‘দামুদার ছুতারের পো হিঙুল গাছে বেঁধে থো। যেমন এই কথা বলা অমনি সবাই মিলে চামচিকের মতো রোগ-পটকা ছুতোরের পো-কে হিংচে গাছে চুলের দড়ি দিয়ে বেঁধেছে । তখন হিংচে গাছ কচ্ছে কড়মড় ! তখন ইকড়ি-মিকড়ির দল হিংচে গাছের চারদিকে হাততালি দিয়ে গান গেয়ে-গেয়ে ঘুরতে লেগেছে— "র্চাদ-চাদ-চাদ গগনচাদ হিংচে বনে শশী ! ওই এক চাদ এই এক চাদ– *াদে মেশামেশি।’ ‘ও কিচ কিন্দে, এ সব হচ্ছে কী ? ‘একে বলে চিকড়ি-মিকড়ি খেলা’— বলেই কিচ কিন্দে একটা বাশি বাজাতে লেগেছে । আর অমনি দেখি ইকড়ি-মিকড়ি হয়ে গেছে চিতাবাড়ির দল আর চামচিকড়ি হয়ে গেছে ধাইকিড়ির দল ! যেমন কামুন্দে বামুন্দে ঝালুন্দে মালুন্দে ছিল সবাই তেমনি হয়ে গেছে ! আব নাচতে-নাচতে তাবা এসে আমাদেব বলছে— ‘ধিনতা নাচন মধুর বচন তোমবা কর কি ? অমনি গোবিন্দর মা গাল ফুলিয়ে বলছেন— ‘মনের আনন্দে মোরা খোকন নাচাচ্ছি ? ‘ও গোবিন্দর মা, দেখি তোমার খোকা”— বলেই হাকন্দে ভোঁদড়-ছানাকে নিয়ে যেমন তার পেটে ফু দিয়েছে আর অমনি সে একটা লক্ষ্মীপ্যাচ হয়ে উড়ে পালিয়েছে— একেবারে মুড়ে রথের চুড়োয়। সেখান থেকে প্যাচাটা আমায় ডাকছে, "ঘুঘুঘু মেতি— স্থ পেটে— ফু । ও কিচ কিন্দে, প্যাচাট বলে কী ? ২৭৩ مb لاس-۹ . ۲