পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बांहेन छौन्-झे যোধপুরের রাওল স্বরসিং বিবাহের জন্য ঔরঙ্গজেবের দরবার হইতে ছুটি লইয়া দেশে ফিরিলেন ; এই ঘটনার সঙ্গে সোনার খাচার পাখিটির মতো মোগল অন্তঃপুরে কারুকার্য-বিচিত্র পাষাণকক্ষে সুখলালিত সম্রাটকুমারী জেবুন্নেসার মেজাজের হঠাৎ পরিবর্তনের কী সম্বন্ধ তা কে জানে? তবে জেবুন্নেসা যে সে জেবুন্নেসা নাই,— কিছু দিন হইতে সাহাজাদীর মেজাজ যে বেশ একটুখানি গরম হইয়াছে সেটা দাসী ও বাদী মহলে সকলে বেশ অনুভব করিতেছিল। বিদুষী এবং স্বভাবত কোমলপ্রাণা জেবুন্নেসার এই আকস্মিক পরিবর্তনে বাদশাও একটু চিন্তিত হইলেন ও নানা উপায়ে কন্যার মনোবিকার অপনোদনের জন্ত চেষ্টা করিতে লাগিলেন। সেই সময়ে নওরোজ আসিয়া পড়িল । বাদশাহ এবারকার নওরোজ অভাবনীয় ধুমধামের সহিত সম্পন্ন করিতে হুকুম দিয়া, জেবুন্নেসাকে কাছে ডাকিয়া বলিলেন– “এবার নওরোজে রাজ্যের সমস্ত রানী নবাব পত্নী, কি ছোটাে কি বড়ো, নিমন্ত্রণ করে। আমি হুকুম দিয়াছি সকলকেই এবার মীনাবাজারে আসিতে হইবে, সকলের আদরঅভ্যর্থনার ভার তোমার উপরে দিলাম।” বাদশা বুঝিয়াছিলেন জেবুন্নেসার চিত্তবিনোদনের জন্য সকালে সন্ধ্যায় তিনি যে-সকল আমোদ-আহলাদ নাচ-তামাসার ব্যবস্থা করিয়াছিলেন সেগুলা তার পক্ষে উৎপীড়ন স্বরূপ হইয়াছিল সেইজন্য মীনাবাজারের ভার লইবার প্রস্তাবটা বাদশা একটু ভয়ে ভয়ে পাড়িয়াছিলেন কিন্তু এ কার্যটায় জেবুন্নেসার বরং যেন একটু উৎসাহই দেখা গেল ; সুতরাং বাদশাহ অনেকটা প্রফুল্লমনে কন্যার মহল হইতে বিদায় হইলেন। রোশনবাদী সাহাজাদীর প্রিয় পরিচারিক এবং বাদশাহের গুপ্তচরও বটে ;– নানা সমস্ত কুটিল অস্তঃপুররাজ্যের গোপন HAR