পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিকে মন আছে। অভিনয় হবে রাত সাতটা-আটটার সময়ে, আমরা ছয়টা থেকে তৈরি হয়ে আছি। হবি তো হু, ছয়টার পর থেকেই হঠাৎ ঝঞ্জাবাত, দারুণ বড় শুরু হল। আর সঙ্গে সঙ্গে সে কী বৃষ্টি, মনে হল যেন বাড়ি পড়ে যায় আর কী। খোল খোল, পাল-দড়িদড় কাটু, স্টেজ পড়ে যায় ; শোভারাম দারোয়ান দড়িদড় কাটতে গিয়ে পাল- চাপা পড়ল। গ্যাসের চাবি আর কেউ বন্ধ করতে পারে না, ঝড়ে বৃষ্টিতে সব একাকার। ঘণ্টা দুই চলল অমনি, আমরা তো হতাশ হয়ে পড়লাম। হল আর আমাদের অভিনয় দেখা । বৃষ্টি থামলে সেই দড়িদড়া এনে নীচের বড়ে ঘরে স্টেজ বাধা হল, বারান্দায় হল থাবার ব্যবস্থা । আমাদের কি বের হতে দেয় আর । মনের দুঃখে কী আর করি, এত করে দরখাস্ত মঞ্জুর হয়েছিল, গেল সব পও হয়ে । সে রাত্রে হল কিন্তু শেষ পর্যন্ত বাল্মীকিপ্রতিভা-অভিনয়, অতিথিরাও এলেন, খাওয়া-দাওয়া করলেন। সবই হল, কেবল আমাদের কপালেই অভিনয় দেখা হল না । সব চুকেবুকে গেছে, অতিথিরা সবাই চলে গেছেন। এখন, দেখা গেল হারমোনিয়াম ভতি জল, কাঠ ফেঁপে তার বেঁকে সব একাকার। বেশ বড়ো হারমোনিয়াম ছিল দুথাক-ওয়াল । উপরের থাকে পিয়ানে, নীচের থাকে অর্গান। জ্যোতিকাকা এক হাতে পিয়ানো বাজাতেন, এক হাতে অর্গান। সেই হারমোনিয়াটা আনা হয়েছিল সমাজ থেকে, এখন উপায় ? বাবামাশায় র্জ্যোতিকাকামশায়দের ভয় হল সমাজের হারমোনিয়াম খারাপ হয়ে গেছে, কর্তা শুনলে আর রক্ষে নেই। তখন র্তার সব বড়ে বড়ে, তবুও কর্তাকে কত ভয় সমীহ করতেন দেখো । কী উপায় । বাবামশায় বললেন, দেখো কর্তার কানে যেন না যায় কথাটা । পরদিনই বাবামশায় হেরল কোম্পানির থেকে আর-একটা সেইরকম হারমোনিয়াম কিনে এনে সমাজে দিয়ে তবে নির্ভয় হলেন । সেই হারমোনিয়াম এখনো আছে সমাজে । তখন এমন কর্ম আর করব না’ আর ‘বাল্মীকিপ্রতিতা' এই দুটে অভিনয় থেকে থেকে হত। একৃবার ওটা একবার এটা। Ֆ\ՑՀ