পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উইংসের ভিতর ছুড়ে ফেলে দেব। উত্তেজনার মুখে মুতি তো তুলে নিলুম, ছুড়তে গিয়ে দেখি ও পাশে বিবি না কে যেন হরমোনিয়াম বাজাচ্ছে ; এই মাটির মূর্তি চাপা পড়লে তবে আর রক্ষে নেই— হঠাৎ সামলে তো নিলুম, কিন্তু কোমর ধরে গেল । তার পর অতি কষ্টে এ পাশে এসে রবিকাকা কোনোরকম করে মূর্তি নামান। সেই কোমরের ব্যথায় মাসাবধি কাল ভুগেছিলেন । এর পরে সব শেষে হল খামখেয়ালী । ড্রামাটিক ক্লাব নিয়ে নানা হাঙ্গাম হওয়ায় এবারে রবিকাকা ঠিক করলেন বেছে বেছে গুটিকতক খেয়ালী সভ্য নেওয়া হবে, অন্তান্তর থাকবেন অভ্যাগত হিসাবে। নাম কী হবে, রবিকাকা ভাবছেন “খেয়ালী সভা’ ’খেয়ালী সভা’। আমি বললুম, নাম দেওয়া যাক খামখেয়ালী। রবিকাকা বললেন ঠিক বলেছ, এই সভার নাম দেওয়া যাক খামখেয়ালী। ঠিক হল প্রত্যেক সভ্যের বাড়িতে মাসে একটা খামখেয়ালী খাস মজলিস হবে, আর সভ্যেরা তাতে প্রত্যেকেই কিছু না কিছু পড়বেন । প্রত্যেক অধিবেশনের শেষে রবিকাকা একটা খাতায় নিজের হাতে বিবরণী লিখে রাখতেন । সেই খাতাটি আমি রখীকে দিয়েছি, দেখো তাতে অনেক জিনিস পাবে । খাস মজলিসের কর্মসূচী যতটা মনে পড়ে এইভাবে লেখা থাকত, একটা নমুনা দিচ্ছি— )\రిewరి . স্থান জোড়ার্সাকো । নিমন্ত্রণকর্ত—শ্রীবলেন্দ্রনাথ ঠাকুর। অনুষ্ঠান। শ্রীগগনেন্দ্রনাথ কর্তৃক 'অরসিকের স্বৰ্গপ্রাপ্তি' আবৃত্তি। স্ত্রীরবীন্দ্রনাথ কর্তৃক "ফুধিত পাষাণ" ও "মানভঞ্জন' নামক গল্প পাঠ । গোসাইজির গান ও র্তাহার দাদার সংগত। গীতবাদ্য । আহার । ধুপধুনা রহনচৌকি সহযোগে তাকিয়া আশ্রর করিয়া রেশমবস্ত্র-মণ্ডিত জলচৌকিতে জলপান । অভাগতবর্গ। ঐযুক্ত চিত্তরঞ্জন দাশ শ্রীযুক্ত অতুলপ্রসাদ সেন শ্রীযুক্ত অমিয়নাথ চৌধুরী ॐीयूख प्रपौडणनाथ ठाकूब्र শ্রীযুক্ত অরুণেন্দ্রনাথ ঠাকুর כ\ם צ