পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাবুল দেশের হাজারী নাচ । এই যেমন তোমাদের সাওতাল নাচ আর কি, সেইরকম ওটা ছিল কাবুলী নাচ । আমাদের তো রিহার্সেল তৈরি, সময়ও হয়ে এসেছে। যত সব সাহেবস্থবো, লাটসাহেবের মেম আসবে। আমরা সাজব ডাকাত। মেজোজ্যাঠামশায় বললেন, ও হবে না, খালি গায়ে ডাকাত সাজা হবে না । কী করা যায়। আমি বললুম তা হলে ওই হাজারীদের মতো সাজ করা যাক। সবাই খুশি, বললেন, এ ঠিক হবে। ডাকো দরজী । আগে ছিল ডাকাতদের খালি গা, বুকে সরু শালুর ফেটি । দরজী এসে আমাদের সাজ করতে লাগল, কাবুলীদের মতো গায়ে সেই রকম পাঞ্জাবি, পী অবধি কাবুলী পাজামা । আমাদের মহা উৎসাহ, ভাবছি এবারে আমরা ডাকাত সেজে দেখাব সবাইকে, ডাকাত কাকে বলে । মহা সমারোহে স্টেজ সাজানো হল। নিতুল নিলেন স্টেজ সাজাবার ভার। অনেক কারিকুরি করলেন তিনি স্টেজে। মাটি দিয়ে উঠোনের খানিকট জীর্ধচন্দ্রাকারে ভরাট করলেন । সেই থেকে সেই চাতালটা রয়ে গেছে। বটগাছ তো আগেই সাবাড় হয়েছিল, যা ছিল কিছু বাকি এনে পুতলেন, বনজঙ্গল বানালেন সেই মাটিতে । স্টেজে সত্যিকার বৃষ্টি ছাড়া হবে, দোতলার বারান্দা থেকে টিনের নল সোজা চলে গেছে স্টেজের ভিতরে। নানারকম দড়িদড় বেঁধে গাছপালা উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, সিন বুৰে সেগুলি নামিয়ে দেওয়া হবে। পদ্মবন, শোলার পদ্মফুল, পদ্মপাতা বানিয়ে নেটের মতো পাতলা গজের পদ পর-পর চার-পাঁচটা স্তরে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রথমটা বেশ ঝাপস কুয়াশার মতে দেখাবে, পরে এক-একটা পর্দা উঠে যাবে, ওপাশ থেকে আস্তে আস্তে আলো ফুটবে আর একটু একটু করে পদ্মবনে সরস্বতী ক্রমশ প্রকাশ পাবে। তখন এ-রকম ইলেকট্রিক বাতি ছিল না, গ্যাস বাতি, কার্বন লাইটের ব্যবস্থা হল । লাল সবুজ মখমলের পর্দা দিয়ে স্টেজ সাজানো হল। এটা সেটা কিছুই বাদ নেই। কর্তাদাদামশায়ের খরচ—মনের স্বখে জিনিসপত্তর আনিয়ে সাজানো গোছানো গেছে । ও দিকে আবার বিরাট পার্টি। লাটসাহেবের মেম, ফেদার সাহেব-স্থৰে৷ ও বড়ো বড়ো মান্তগণ্য লোক সবাইকে নেমস্তন্ন করা হয়েছে। নীচে স্টেজ, S&s