পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেহ শুনিত কিংবা দেখিত তাহ হইলে হুলস্থুল পড়িত। ভাগ্যক্রমে কেহ টের পাইল না। ছোড়দাদা মস্ত শিকারীর মতে আপনার পকেট ছিড়িয়। হাবার হাত বাধিয়া দিলেন। সমস্ত গোলমাল চুকিয় গেল—শিকার বন্ড হইল । জুতা আমরা ছেলেবেলায় অত্যন্ত দুর্দান্ত ছিলাম। দিনরাত ছটাছুটি মারামারি ভিন্ন কোনো কাজ ছিল না। ইহাতে অনেকে জিজ্ঞাসা করিতে পারেন—মাসে আমাদের কয়জোড়া জুতা লাগি ত ? আমি বোধ করি, আমাদের বড়ো একটা জুতার দরকার হইত না, কারণ, আমরা সমস্ত দিনই প্রায় খালি পায়ে খেলিয়। বেড়াইতাম । জুতার বড়ে খোজ রাধিতাম না । শুইতে যাইবার সময় আমাদের জুতার খোজ পড়িত—জুতামহাশয় আমাদের ভয়ে কোনো আলমারির চালে কিংবা ডেস্কের নীচে আশ্রয় লইয়াছেন। चांक्षांश्ब्रि थिव्र शiष्ठ বেদানার ছিবড় মুখ হইতে বাহির করিয়া দেয়ালে মারিয়া রাখিয় এক মাস কি দু মাস পরে তাহ খাওয়া—এটি ছোড়দাদার এবং বড়োদাদার মাথা হইতে বাহির হইয়াছিল। ইহার পূর্বে এরূপ স্থখাদ্য পৃথিবীতে কেহ জানিত না এবং আমরা ছাড়া এখনো অরি-কেহ জানে কিনা সন্দেহ । बप्प्लो मी-ब्र ८कहे ठाकूब्र বড়ো মা-র কথা আমার অল্প অল্প মনে পড়ে । আমাদের তেতলার পশ্চিমের ঘরে তিনি ও র্তাহার সহিত একটি হীরামন, দুটি না একটি ছোটো সবুজ পাখি, এক বুড়ী দাসী আর কতকগুলি মাটির ঠাকুর থাকত। একদিন সকালে তার কাছ থেকে এক মাটির কেষ্ট ঠাকুর চাহিয়া আনি । মহা আহলাদ—আজি কত খেলাই না-জানি হবে । \999