পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/৪২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আপন কথা

  • আপন কথা’ প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৩৫৩ সালের আষাঢ় মাসে । প্রকাশ করেন সিগনেট প্রেস । ‘ঘরোয়া’ বা ‘জোড়াসাকোর ধারে’র পরে প্রকাশিত হলেও এর রচনা অনেক পূর্ববর্তী কালের। তাই রচনাবলীর বর্তমান খণ্ডে ‘আপন কথা’ প্রথমে সন্নিবিষ্ট হল ।

গ্রন্থভুক্ত হবার আগে ‘আপন কথা’র অন্তর্গত অধিকাংশ রচনা বিভিন্ন সাময়িক পত্রে মুদ্রিত হয়। কোন রচনা কোন পত্রিকায় ছাপা হয়েছিল, তার একটি তালিকা নীচে দেওয়া হল : পদ্মদাসী বঙ্গবাণী । ফাল্গুন ১৩৩৩ চিত্রা । পৌষ ১৩৩৫ সাইক্লোন বঙ্গবাণী । বৈশাখ ১৩৩৪ চিত্রা । মাঘ ১৩৩৫ উত্তরের ঘর বঙ্গবাণী । জ্যৈষ্ঠ ১৩৩৪ চিত্রা । ফাল্গুন ১৩৪৫ এ-আমল সে-আমল বঙ্গবাণী । আষাঢ় ১৩৩৪ চিত্রা । চৈত্র ১৩৩৫ এ-বাড়ি ও-বাড়ি বঙ্গবাণী । শ্রাবণ ১৩৩৪ চিত্রা । বৈশাখ ১৩৩৬ বারবাডিতে বঙ্গবাণী । ভাদ্র ১৩৩৪ চিত্রা । জ্যৈষ্ঠ ১৩৩৬ পত্রিকায় প্রকাশকালে রচনাগুলির শিরোনাম সব সময়ে গ্রন্থের অনুরূপ নয়। শিরোনাম ছিল এইরকম : গ্রন্থ বঙ্গবাণী চিত্র পদ্মদাসী আপন কথা আপন-কথা ( পদ্মদাসী ) সাইক্লোন আপন কথা আপন-কথা ( সাইক্লোন ) শিল্পাচার্য অবনীন্দ্রনাথের আত্মজীবনী (সাইক্লোন ) উত্তরের ঘর আপন কথা আপন-কঁথা (ঘর ঘর ) শিল্পাচার্ষ অবনীন্দ্রনাথেৱ আত্মজীবনী 8 ovo