পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এক-একতলায় গম্ভীরভাবে যেন ওঠানামা করছে। সেই মন্দিরের একট-একটা তল দেখে চলতে একটা-একটা বেলা কেটে যেত আমার । তার পর একটু বড়ো হয়ে সেটাকে টুকরো-টুকরো করে ভেঙে দেখতে লেগে গেলেম— সেদিনও মন্দিরের দু-একটা টুকরো ছিল বাক্সে। এর পরে কর্তাকে দেখেছিলেম ছেলেবেলাতে আর-একবার । ও-বাড়ি থেকে শোভাযাত্র করে বর বার হল— এখনকার মতে বর-যাত্র নয়—বর চলল খড়খড়ি-দেওয়া মস্ত পালকিতে, আগে ঢাক ঢোল, পিছনে কর্তাকে ঘিরে আত্মীয় বন্ধুবান্ধব, সঙ্গে অনেকগুলো হাতলণ্ঠন আর নতুন রঙ-করা কাপড় পরে চাকর দারোয়ান পাইক । সদর ফটক পর্যন্ত কর্তা সঙ্গে গেলেন, তার পর বরের পালকি চলে গেলে কর্তী উপরে চলে গেলেন— গায়ে লাল জমির জামেওয়ার, পরনে গরদের ধুতি! 8२