পাতা:অবলা প্রবলা.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুক্রমণিকা । হইয় প্রকাশ হইতেছে বোধ করি যুক্তিপক্ষেনিতান্ত অনভিনীত নহে। এই গ্রন্থ যদিও,কোন বিশেষ নীতিজ্ঞানোপদেশক নহে তথাপি এতাদৃশ সুশাব্য বিবরণ সম্পন্ন হইয়াছে যে তৎপাঠে সুরসিক গ্রুে মজ্ঞগণের অন্তঃকরণে অবশ্যই হর্যোদয় হুইবেক, এজন্য বিচক্ষণ গুণজ সভ্যভব্য মহাশয়গণের নিকট গুiথনীয় যে তাহারা স্বস্ব নির্ম্মলান্তঃকরণের গুণে এভৎ গ্রস্থের মধ্যে ভূম বা অজ্ঞানত ৰশতঃ যে ক্রট তাছ। রিগহার পূর্বক অস্ম প্রতি পুঁতিপুফুল্ল বদলে উৎসাহ প্রদান করেন, যেহেত্ত গ্রন্থ রচনায় স্বামার এই প্রথমোদ্যম, অধিকন্তু সাধারণের উৎমাহ দৃষ্টি হইলে এতদ্বিষয়ের অধ্যবসায় ক্রমশঃই বৃদ্ধি হইতে পারে যাহাতে আমি আপনপরিশুমের সার্থক্যোপলব্ধি করিয়া তবিষ্যতে অন্যান্য নীতি পূদর্শক গ্রন্থাদি বিরচনে প্রবৃত্ত হইতে পারি। কলিকতী । নিবেদক শ্যামবাজার , শ্রীকালীদমার মুখোপাধ্যায় ২০ চৈত্র । নিবাস বলাগড়ি। শকাব্দ। ১৭৭৮ । পরগনে রায়পুর জেলা হুগলি ।