পাতা:অবলা প্রবলা.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অৰলা প্রবল । হারি । অপরূপ সব করি অনুভব, ভূতলে তুলনা নাই । হেরি হরিখ, প্লাম মরি মরি, বলে বলি হারি যাই । দেবী দেবালয় কোন থানে রয়, পূজারী তে পূজা করে । কি তার বাহার, হেন কোথা আর, বসুন্ধরে নাহি ধরে। শখ ঘন্ট। রবে, সুখী হয় সবে, বিশোষয় কেবা কবে। ধূপ ধুন। ধূম, পূরে মহাধুম, যাগ যজ্ঞ মহোৎসবে ৷ প্রণমিয়া সবে, আনন্দ অঞ্চবে ভাসিয়া চলিল রায় । কিবা অপরূপ, হেরিতার রূপ, নগর বাসির চায় । কেহ বলে ভাই, দেথ নাকি নাই, এমন তনয় করি। কি মোহন বেশ, বেশত, কতগুণ বিধাতার ৷ কত জন কত, কহে কত মত শুনিয়। যুবক যায়। নিকটে রাজার, দেfথল বাজার, প্রবেশ করিল তায় ॥লোক জন সবে, কল রবে, হাটে বাটে ফিরে ধায়। জার জুম চুরি, ধরি ফিরি ঘুরি, প্রহরী সবে বেড়ায়। যদি ছল পায়, বান্ধে হতে পায়, রাথে আনি কারাগারে। কোটালের ডরে, কাপে থরেং কে তাহে ছলিতে পারে। হেরিয়া শাসিত হয়ে হরম্বিত, ধন্য২ করে রাজে । যেমন রাজন, বুদ্ধে বিচক্ষণ, এই সে উচিত সাজে। বাথানিল রায়, হাটের শোভায়, মোহিত করিল মন। দোকান২, গিরি পরিমাণ প্রবাল মৃক্ত বসন ॥