পাতা:অবলা প্রবলা.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০২ 'অবলা প্রবল। জুলে । যেন ফণী মণি, রাথিয়া অবনী, ফিরিতেছে জতুহলে। বারাণসী সাৰ্টী, অতি পরিপাটী, ঝাড়ু ফুট কাট। তায় । যেন বিপিনেতে, শাখা পেতে: লতা লতাইয়া যায় ৷ ভরি২ সাড়ী আর কত পাড়ী, দাঁতে মিশি খুসি হাসি কিবা তার শোভা, মুনি মনে লোভ, যেন কি ভাষিছে হাসি । লাল কাল কস্তা, কত বস্তা বস্তা, অণভা হুতাশন প্রায় । কিনারেতে ভাল, পাড়ী করে আলি, নকস মেথ। তাছায় ৷ কটুকি টুটুকি, সে পাড় কবকি, সরু চিঙ্গ রের সম । বুঝ হু যে জল, হেরেছে কথন, চারু যার নিরুপম । মনোভোলা পেড়ে, কত বেড়েই সাজ{ য়েছে কোন জন । মন ভুলে যায়, মির থিলে যায়, অপরূপ সুশোভন । ধূপছায়। জাল, ডুরে ভালং পেড়ে কিবা কারিকরা হেন মনে গণি, মণি সন্থ ফণী থেলিতেছে তদুপরি । সুমধুর হাসি, তোরে ভালবাসি, হেরিলে হ্রয় জ্ঞান। আহামরি যার, জগত মাঝার;তুলনা নাহি সমান। শশী কষি নাম, আরাম বিরাম আদি করি পাড়া কত। শশী দূরে যায়, যাহার ছটায়, প্রভাকর প্রভা হত। চেলির চটক, হেরিলে চটক মনেতে উদয় হয় । পরিমা ণাতীত, কত সুশোভিত, তসর গরদ রয়। ঢাকাই