পাতা:অবলা প্রবলা.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবল প্রবল । نه هډ নীল পীতে। হেরিলে জীবন জুড়ায় জীবন,স্বৰূপে কজ্জল প্রায় । পিক কল গায়, বিলাসিতে যায়, নিয়তবসন্ত যায় । নানা অনুরাগে, সহ ছয় রাগে, ছত্রিশ রাগিণী ধায় । মলয় অনিল, নাহি ছাড়ে তিল ঋক্ত ছয় পুনঃ তায় ৷ নগর বাসিনী, গজেন্তু গামিনী, এণদৃশী নারী গণে । লইবারে বারি আসে সারি সারি, তথা স্থরষিত মনে । হেন কালে রায়, আসিয়৷ তথায়, বৈসে সরোবর তটে । হেরি এক নারী,আরে অ'ifথ ঠারি, কহে ওকে সথি বটে ; লে কহিল আই, জান নাকি নাই, রঞ্জিার যামা ত; হবে। হেন রূপ অরি, জগত মাঝার, কেব; দে। থিয়াছে কবে । কহে আর নারী, চলিতে নপারি, কাথে না কলমী রয়। নাহি যাব ঘরে, অই রূপবরে, সেবি তেজি লাজ ভয় । এই মত কত, রূপবর্তী যত মনোভেদ বিবরিল । নগরের ভাব, হেরিয়৷ স্ব ভাব,নাগরের উপজিল ৷ সুমনোনিবেশে, স্মরি পরমেশে, কহিতে লাগিল রায় । হে চতুর্ব্বানন কতই নৃজন, করিয়াছ এ ধরায় । সামান্য নগরে কিৰা শোভ করে, বিবিধ পদার্থ গণে । না জানি যথায়, কেহ নহি যায়, কত শোভা সেই বনে। এত ভাবি রায় বন ভূমিবায়, মানস করিয়া পরে